নদিয়া জেলার শান্তিপুরে বস্তাভর্তি আধার ও ব্যাংক নথি পোড়ানোর অভিযোগ। ২ জনকে আটক করেছে পুলিশ। নদিয়ার শান্তিপুর হাটখোলা পাড়ায় বস্তাভর্তি আধার কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীদের সন্দেহ হলে তারা বাধা দেন এবং পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে ২ জনকে আটক করে। জানা গিয়েছে, বীরভূমের এক যুবক ঘোড়ালিয়া সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং শান্তিপুরে ভাড়া থাকতেন। বুধবার সকালে তাঁর বাবা ও আর ১ ব্যক্তি ঘর খালি করতে এসে বস্তাভর্তি কাগজপত্র হঠাৎ আগুন লাগিয়ে পোড়াতে শুরু করেন।
এলাকাবাসীদের দাবি, ওই বস্তার মধ্যে আধার কার্ড, ব্যাংক ও পোস্ট অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিল। যেগুলি ডেলিভারি করা হয়নি। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। যে নথিগুলি পোড়ানো হয়েছে সেই পোড়া অংশ তদন্তের স্বার্থে সংগ্রহ করেছে পুলিশ।
যে নথিগুলি পোস্ট অফিস থেকে ডেলিভারি হয় না সেগুলোকে হেড অফিসে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু তা না করে কেন আগুন ধরিয়ে দেওয়া হল তার কারণ খুঁজছে পুলিশ। এলাকার মানুষ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে এই অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে। এদিকে এই ঘটনা যে ২ জনকে আটক করা হয়েছে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে। পোস্ট অফিস থেকে যে কর্মীর অন্যত্র বদলি হয়েছেন তদন্তের স্বার্থে তাকে শান্তিপুরে ডেকে পাঠিয়েছে পুলিশ।