সবং: দোষীদের গ্রেফতারের দাবি বিধায়কের

প্রতীকী ছবি (Photo: iStock)

সবংয়ের বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথচকের বাসিন্দা সন্ন্যাসী বর্মনকে মারধরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানালেন বিধায়ক গীতারানি ভুইয়া। ইতিমধ্যেই ডেবরার এসপিডিও ও খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই দাবি জানানাে হয়।

উপস্থিত ছিলেন অমল কুমার পান্ডা, আবু কালাম বক্স , তরুণ মিশ্র প্রমুখ। গত ২ এপ্রিল সন্ন্যাসীকে মারধর করে হাত, পা ভেঙে দেওয়া হয়। বর্তমানে সে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির হার্মাদরা যুক্ত। সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনাে যােগ নেই। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে।


মানসবাবু নিজের ইচ্ছেমতাে সবং পুলিশকে পরিচালনা করতে চাইছেন। বং থানার ওসি নিরপেক্ষভাবে কাজ করছেন। এটাই ওদের গাত্রদাহের কারণ।