• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বীর স্ত্রী, সদ্যোজাতকে দেখতে হাসপাতালে মমতা

ফের ঠাকুরদা হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে লালু-পুত্র তেজস্বী যাদবের পুত্রসন্তান জন্ম নিয়েছে।

ফের দাদু হলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে লালু-পুত্র তেজস্বী যাদবের স্ত্রী পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সদ্যোজাত সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তেজস্বী। তিনি লেখেন, ‘সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।’ মঙ্গলবার সকালে সদ্যোজাতকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খুব ভালো খবর। সদ্যোজাত শুভকামনা নিয়ে এসেছে। ওর এক সন্তান আছে। আরেক সন্তানের বাবা হলেন তেজস্বী। সামনেই বিহারে ভোট। সেই জন্য অনেক শুভেচ্ছা। সোমবার রাতেই তেজস্বী আমায় খবর দিয়েছিল। লালুজি, রাবড়িদেবীর সঙ্গেও কথা হল।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওর স্ত্রী ন’মাস ধরে কলকাতায় আছেন। আমি সেটা জানতাম। সোমবার রাতেই তেজস্বী আমায় বলেছিল, ওর স্ত্রীর মঙ্গলবার অপারেশন। সকাল ৬.১৪-তে আমায় মেসেজ করে জানায় পুত্রসন্তান হওয়ার খবর। ৬.১৬-তে আমি ওকে জানিয়েছিলাম, ১১টার সময় হাসপাতালে সদ্যোজাতকে আমি দেখতে যাব। সেই মতো আমি এসেছিলাম। ওরা দু’জনেই খুব ভালো আছে। খুব মিষ্টি দেখতে হয়েছে ছেলেকে। লালুর সঙ্গেও আমার দেখা ও কথা হল।’

সন্তানের জন্মের পর তেজস্বী বলেন, ‘আমার প্রথম মেয়ে হয়েছিল নবরাত্রির সময়। তাই ওর নাম বাবা রেখেছিলেন কাত্যায়নী। এবার ছেলে হল মঙ্গলবার। হনুমান জয়ন্তীর দিন। অনেকই ওর অনেক নাম ভাবছে। তবে বাবা যে নামটা রাখবেন, সেটাই ওর নাম হবে।’ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তেজস্বী বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমাদের অনেক ধন্যবাদ। উনি আমাদের এখানে অভিভাবক। সবাই এখন ভালো আছে।’

সোমবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তেজস্বীর স্ত্রীকে। মঙ্গলবার সকালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে খবর, সন্তান এবং মা দু’জনেই এখন ভালো আছেন। রবিবার কলকাতায় আসেন লালু, তাঁর স্ত্রী রাবড়ি এবং লালুর কন্যা মিসা ভারতী। আগে থেকেই শহরে ছিলেন তেজস্বী। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী।