• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করােনা আক্রান্ত ঋতুপর্ণা

এবার মারণ ভাইরাসের হদিশ মিলল অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্তের শরীরেও। সােশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত (Photo: IANS)

এবার মারণ ভাইরাসের হদিশ মিলল অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্তের শরীরেও। সােশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি। সােমবারই নিজের সােশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পােস্ট করে ঋতুপর্ণা করােনা সংক্রমিত হওয়ার খবর অনুরাগীদের। 

লেখেন, আমি কোভিড ১৯-এ আক্রান্ত। তবে সকলকে জানাতে চাই আমি ঠিক আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে। শরীরে করােনার কোনও উপসর্গও নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ও কোভিড প্রােটোকল মেনেই চলছি। এখন আমি সিঙ্গাপুরে। এখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। 

Advertisement

এরপরেই জানান প্রত্যেককে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরােধ জানাচ্ছি। আমার বাড়ির সব সদস্য ও কর্মচারীরা ভাল আছেন। আপনাদের শুভকামনার জন্য হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি।

Advertisement

Advertisement