রিষড়া পুরভোট ২০২২, মুখোমুখি বাম প্রার্থী মলয় হালদার

২৩ নম্বর ওয়ার্ড সহ জ্বলন্ত সমস্যা জল নিকাশি। অপরিকল্পিত ভাবে রাস্তা উঁচু করে মেইন রোডে আন্ডারগ্রাউন্ড ড্রেনের জল আজ বাড়িতে এবং দোকানে ঢুকে জীবন যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে।

রিষড়া সহ হুগলি জেলার গর্ব সেবা সদন হাসপাতাল বিগত ১০ বছর তৃণমূল পরিচালিত পৌরবোর্ড অন্যায় ভাবে বন্ধ করে রেখেছে।

রিষড়ার সহ নাগরিকদের আজ স্বাস্থ্যপরিসেবা থেকে বঞ্চিত করে রেখেছে। এমনকি রবীন্দ্র ভবনও বন্ধ।


প্রয়াত পৌর প্রধান দিলীপ সরকারের নেতৃত্বে যে ১০০ ফুট চওড়া মৈত্রী পথ করা হয়েছিল তাও দখল করে ব্যবসা চলছে।

এছাড়া সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। আমরা পৌরসভা ক্ষমতায় এলে ওয়ার্ড কমিটি গঠন করে স্বচ্ছ দুর্নীতি মুক্ত পৌরসভা করতে চাই।

আমাদের বিশ্বাস আমরা জনগণের আশীর্বাদ নিয়ে গঠন করে এই জল যন্ত্রণা সহ কাটমানি প্রথা বন্ধ করে নাগরিকদের মুক্তি দিতে পারব।

(বি: দ্র- এই মতামত সম্পূর্ণ প্রার্থীর নিজস্ব এবং এই বিষয়ে দৈনিক স্টেটসম্যান এবং দ্য স্টেটসম্যান কোন ভাবে দায়ী বদ্ধ নয়)