সঠিক মানুষেরা বিজেপি করে না। ভাইরাল হওয়া ভিডিওতে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে বিকাশ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, ‘সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না। যেসব অযোগ্য মানুষ আছে তাঁরাই বিজেপি করে, তাঁরাই প্রধান হয়ে যায়।’ এই ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, গেরুয়া শিবিরের নেতারাই দলের আসল রূপ প্রকাশ করে দিচ্ছেন। বিজেপিতে কোনও সঠিক লোক নেই তা প্রমাণিত হচ্ছে বারবার। যদিও ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিকাশ।
তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে তৃণমূল। বিজেপি নেতাদের বক্তব্যগুলিতে এআই–এর মাধ্যমে বিভিন্ন মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কাটিং করে সেই কথা দলের নেতাদের মুখে লাগিয়ে দিচ্ছে তৃণমূল। এগুলো করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এই পরিকল্পনা সফল হবে না বলে জানিয়েছেন বিকাশবাবু।
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, বিজেপির নেতারা যে রাজনৈতিকভাবে অশিক্ষিত তা দলের নেতাই স্বীকার করে নিয়েছেন। গেরুয়া শিবিরের কোনও নেতারই কোনও যোগ্যতা নেই। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এই পরিস্থিতিতে বিজেপি নেতার এই মন্তব্য দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।