• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

গন্ডারের মৃতদেহ উদ্ধার গরুমারায়

জলপাইগুড়ি- আবারও গন্ডারের মৃতদেহ উদ্ধার হল গরুমারার জঙ্গলে। গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোরা ২নং বিটে রবিবার বিকেলে এই মৃত গন্ডার পাওয়া যায়। এডিএফও রাজু সরকার জানান, স্ত্রী গন্ডারটির বয়স দুই বছর। টহলদারি চালানোর সময় মৃত গন্ডারটিকে দেখতে পাওয়া যায়। এদিকে এইভাবে গন্ডারের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা। অনেকে মনে করেন নজরদারির অভাবে গন্ডারের মৃত্যু হচ্ছে।

গন্ডারের মৃতদেহ উদ্ধার গরুমারায়

জলপাইগুড়ি- আবারও গন্ডারের মৃতদেহ উদ্ধার হল গরুমারার জঙ্গলে। গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোরা ২নং বিটে রবিবার বিকেলে এই মৃত গন্ডার পাওয়া যায়।

এডিএফও রাজু সরকার জানান, স্ত্রী গন্ডারটির বয়স দুই বছর। টহলদারি চালানোর সময় মৃত গন্ডারটিকে দেখতে পাওয়া যায়। এদিকে এইভাবে গন্ডারের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা।

অনেকে মনে করেন নজরদারির অভাবে গন্ডারের মৃত্যু হচ্ছে। কি কারণে গন্ডারের মৃত্যু হল বনদফতর তা তদন্ত করে দেখছে।

অপরদিকে কাজিরাঙ্গা জঙ্গলেও গন্ডার নিধন করে খড়্গ কেটে নেওয়ার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে কাজিরাঙ্গার ষষ্ঠ সংযোজন বাঘমারি এলাকায়।

এই ঘটনায় অসম বনবিভাগের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, গত প্রায় দুইদিন ধরে পূর্ণবয়স্ক গন্ডারটি জঙ্গল পাশ্বর্বর্তী অঞ্চলের খোলাস্থানে ঘুরছিল।

সেই থেকেই চোরাশিকারিদের নজরে পড়ে। রবিবার সকালে অসম বন বিভাগের কাজিরাঙ্গায় কর্তব্যরত বনকর্মীরা টহল দেওয়ার সময় মৃত অবস্থায় উদ্ধার করেন গন্ডারটিকে। তখনই খড়গ কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি সামনে আসে।