টালিগঞ্জ মা করুণাময়ী সেবাশ্রমের সেবামূলক কাজের স্বীকৃতি

প্রতিকি ছবি (Photo: iStock)

টালিগঞ্জের মা করুণাময়ী কালীমন্দিরস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমকে তাদের সেবামুলক কাজের স্বীকৃতি হিসেবে পদক ও মানপত্র প্রদান করল ইন্ডিয়ান এপিক কালচারাল সেন্টার নামে একটি সংস্থা, স্বামী বিবেকানন্দের জন্মদিনে।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে তাদের বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে অন্যতম পঞ্চবটী আনন্দ আশ্রমে তিরিশ জন সহায়সম্বলহীন শিশুকে প্রতিপালন এবং নিখরচায় উচ্চ মাধ্যমিকে শিক্ষাদানের দায়িত্ব বহন করা।

এছাড়াও বিনামূল্যে চিকিৎসাসহ প্রতিবছর চার জন ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার সমগ্র ব্যয়ভারের দায়িত্ব নিয়েছে। এই স্বীকৃতি গ্রহণ করে ট্রাস্টের সম্পাদক অশােক রায়চৌধুরী বলেন, রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শে সেবাকাজ করার চেষ্টা করে চলেছে।