রাজীবে নিরাসক্ত অরূপ

রাজীব বন্দ্যোপাধ্যায় (Photo: SNS)

মন্ত্রিসভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া, ‘এটা রাজীবের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কোনও মন্তব্য করব না। রাজীব কি বিজেপির যােগ দেবেন প্রসঙ্গে সমবায় মন্ত্রীর প্রতিক্রিয়া, সেটা তিনিই ভালাে বলতে পারবেন।

অরূপের সঙ্গে দ্বন্দ্বের কারণেই রাজীবের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। রাজীবের পদত্যাগে তাই অরূপ কী বলেন সেটা সকলেরই জানার আগ্রহ ছিল। শুভেন্দু-দিলীপের যৌথ প্রচার প্রসঙ্গে অরূপ বলেন, দিলীপ ঘােষ কোনও নেতাই নয়।

আর তৃণমূল মহাসমুদ্র। সেই মহাসমুদ্র থেকে এক ঘড়া জল তুলে নিলে তৃণমুলের কোনও ক্ষতি হবে না। তৃণমূল ২২৫ টিরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে। নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে অরূপের প্রতিক্রিয়া, কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী। আমরাও চাই সুষ্ঠু ভাবে নির্বাচন হােক।