• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কল্যাণের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজভবন

রাজভবন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র অ-জামিনযোগ্য ধারায় কল্যাণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যপাল। রাজভবনের এক শীর্ষ আধিকারিকের তরফে এমনটাই জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, আইনি পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংসদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের করা হবে তা–ও চূড়ান্ত হয়েছে।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরের দিন ১০০ জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। তারপর দিন পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর সদস্য, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং একটি স্নিফার ডগ-সহ নিরাপত্তাবাহিনীর একটি দল নিয়ে রাজভবন চত্বরে চিরুনি তল্লাশি চালান রাজ্যপাল বোস। সেই তল্লাশি অভিযানে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তল্লাশি শেষে রাজ্যপাল জানান, রাজভবন থেকে আপত্তিকর কোনও জিনিস মেলেনি। তাই কল্যাণের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। কল্যাণ ক্ষমা না চাওয়ায় এবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যপাল।

Advertisement

রাজভবন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র অ-জামিনযোগ্য ধারায় কল্যাণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে। মূলত মানহানি-সহ দেশের সম্প্রীতি, সংহতি ও ঐক্যের উপর আঘাত আনার মতো ধারাগুলিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হবে। যদিও রাজ্যপালের এই তৎপরতায় একেবারেই বিচলিত নন সাংসদ কল্যাণ। তিনি জানিয়েছেন, রাজ্যপালের যা ইচ্ছা তাই করুন। তবে মামলা করলে যেন সিভি আনন্দ বোস নিজে করেন। কাউকে দিয়ে যেন না করান।

Advertisement

Advertisement