বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা বাদ

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: IANS)

শনিবার বিকেলে বৃষ্টির ফলে দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলেছিল শহরবাসীর। ফের স্বস্তির খবর শােনাল আলিপুর আবহাওয়া দফতর। যদিও কলকাতার জন্য সুসংবাদ শােনাতে পারেনি। দক্ষিণবঙ্গের ৫ জেলায় এবং উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায়  বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও আকাশ সাধারণ মেঘলা থাকবে বলে জানানাে হয়েছে।

প্রসঙ্গত, ক্রমশই উর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই প্রায় ৪০ ডিগ্রির আশপাশে ঘােরাফেরা করছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই চড়া হয়েছে রােদ। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গলদঘর্ম অবস্থা আমজনতার। পথে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে নাজেহাল হচ্ছে সকলে।


এ অবস্থার মাঝে সুখবর দিয়েছে হাওয়া অফিস। চলতি বছর ৪ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কেরলে ঢােকার সাতদিন পর বর্ষা ঢােকার কথা রয়েছে এ রাজ্যে।