• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ জয়নগরে আসছেন প্রধানমন্ত্রী মােদি

আজ বৃহস্পতিবার জয়নগরের মায়াহাউরি হসপিটাল মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS/PIB)

আজ বৃহস্পতিবার জয়নগরের মায়াহাউরি হসপিটাল মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি । দুপুর দুটোয় সভা। তাঁর নিরাপত্তার দিকে বিশেষ ভাবে নজর দিতে বারুইপুর পুলিশ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বিভাগ বুধবার থেকেই সজাগ।

প্রসঙ্গত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রথম দফার ভােট আজ পয়লা এপ্রিলই শুরু হচ্ছে গােসাবা পাথরপ্রতিমা কাকদ্বীপ ও সাগরে। ভােটের দিনই জেলায় প্রধানমন্ত্রী প্রচারে আসায় শুরু হয়েছে গুঞ্জন।

Advertisement

জেলা বিজেপি সূত্রে জানা গেল, এদিন মূলত ৬ এপ্রিল ভােটের প্রচারে তিনি আসছেন। ৬ এপ্রিল জেলার দ্বিতীয় দফার ভােট হবে জয়নগর কুলতলি বাসন্তী ছাড়াও তেরােটা বিধানসভা কেন্দ্রে ভােট হবে। জয়নগর কুলতলির বর্ডারে সভাস্থল হওয়ায় আসপাশের বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও থাকবেন।

Advertisement

মঙ্গলবার ডায়মন্ড হারবারে অমিত শাহ অন্ধকার হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত না আসায় বিজেপির কর্মীদের মধ্যে হতাশা থাকায়, জয়নগরে প্রধানমন্ত্রীর সভায় যাতে সকলে থাকতে পারে ও জনতার ভিড় উপচে পড়ে তা নিয়ে চরম ব্যস্ত বিজেপির পূর্ব জেলার নেতৃবৃন্দ।

জানা গেল, বারুইপুরে রােড শাে এ আসতে পারেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির জেলা নেতাদের মরিয়া চেষ্টা এই জেলার একত্রিশটি আসনের অন্তত পচিশটি বিজেপির শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেওয়া।

Advertisement