• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ফের আক্রান্ত পুলিশ, চাঞ্চল্য ফারাক্কায় 

তিলডাঙ্গাতে মামাবাড়িতে বেড়াতে এসে আট বছরের এক মেয়েকে এলাকার এক যুবকের হেনস্থার শিকার হতে হয়। মেয়েটি তার দিদিমাকে বিষয়টি জানায়।

ঘটনার মুহূর্তে তোলা ছবি।

অভিযুক্তকে ধরতে গিয়ে ফের একবার আক্রান্ত হয়েছে পুলিশ। যদিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অভিযুক্তের পরিবারের সদস্যদের মারধর করেছে পুলিশ। সেই জন্য পুলিশের গাড়িও তাঁরা ভাঙচুর করেছে। বিশেষ করে গ্রামের লোকরা ক্ষোভ প্রকাশ করেছে। এই অশান্তিতে মুর্শিদাবাদের ফারাক্কা একপ্রকার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
সূত্রের খবর, তিলডাঙাতে মামাবাড়িতে বেড়াতে এসে আট বছরের এক মেয়েকে এলাকার এক যুবকের হেনস্থার শিকার হতে হয়। মেয়েটি তার দিদিমাকে বিষয়টি জানায়। এরপরই বাড়ির লোক ফরাক্কা এনটিপিসি ফাঁড়িতে অভিযোগ জানায়। এএসআই নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে যান। অভিযুক্ত ছেলেটির খোঁজ করা হয়। শেষপর্যন্ত ছেলেটিকে না পেয়ে তাঁর বাবাকে নিয়ে যেতে চান পুলিশ। তখনই শুরু হয় অশান্তি। গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। সেই সময় অশান্তির মধ্যে আচমকা একটি মেয়ের হাত ধরে ফেলেন পুলিশ। তারপরেই অশান্তি মাত্রা ছাড়িয়ে যায়। গ্রামের সকলে মাইল এএসআইয়ের উপর চড়াও হয়। তাঁকে মারধর করা হয়। পুলিশের গাড়িও ভাঙা হয়।
অভিযুক্তকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে বাড়িতে এসে দাদাগিরি দেখিয়েছে। পুলিশ কর্মীরা মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই তাঁরা মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাতেই গ্রামের সকলে উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement