মেট্রোর ৩ সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

মেট্রোর ৩ সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনে বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানবন্দরে নামেন তিনি। এরপর সেখান থেকে কনভয় নিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পতাকা নেড়ে মেট্রো পরিষেবা সূচনা করেন তিনি। মোদীর পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রমুখ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন যশোর রোড থেকে নোয়াপাড়া–জয় জিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা, শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার সূচনা করেন। মোদীর এই সফরে মোট ১৩.৬১ কিমি নতুন মেট্রো নেটওয়ার্ক চালু হল। পাশাপাশি, হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত সাবওয়ের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। দেড় বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদী। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন নরেন্দ্র মোদী।