• facebook
  • twitter
Monday, 15 December, 2025

মেছুয়া বাজারে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

ওইসময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। আটঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মেছুয়া বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। জখম হয়েছেন আরও প্রায় ১৩ জন। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

ওইসময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। আটঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দ্রুত এবং মানবিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

Advertisement

Advertisement

Advertisement