• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাজ্যের মানুষ ৩৫৬ ধারা চাইছে : দিলীপ

ভাটপাড়া থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি নিয়ে সবর রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ জানান, রাজ্য প্রশাসন শান্তি ফেরাতে পুরােপুরি ব্যর্থ।

দিলীপ ঘােষ (File Photo: IANS)

ভাটপাড়া থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি নিয়ে সবর রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ জানান, রাজ্য প্রশাসন শান্তি ফেরাতে পুরােপুরি ব্যর্থ।

সােমবার বেলা ১২টা থেকে সমস্ত জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাও করবে বিজেপি কর্মী-সমর্থকরা এমনটাই জানান তিনি।

Advertisement

ভােট পরবর্তী হিংসা নিয়ে সরব গেরুয়া শিবিরের নেতারা। সম্প্রতি উত্তপ্ত ভাটপাড়াও। রবিবার দিলীপ ঘােষ জানান, বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে প্রতিনিয়িত। পুলিশের তরফেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এই ঘেরাও কর্মসুচির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Advertisement

এদিকে আজ এই কর্মসুচিকে কেন্দ্র করে অশান্ত হতে পারে বিভিন্ন জেলা বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এদিন সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, সংখ্যালঘু-মানুষজনকে বুঝতে হবে যাতে তাদের কোনও রাজনৈতিক দল নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারে। এখান থেকে বেরিয়ে আসার পথ সংখ্যালঘুদেরই খুঁজতে হবে বলে জানান দিলীপ।

পাশাপাশি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি প্রসঙ্গে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বিজেপি নয়, পশ্চিমবঙ্গের মানুষ নিজেরাই এই রাজ্যে ৩৫৬ ধারা চাইছেন, এমনটাই জানান তিনি।

Advertisement