দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন নিলম্বিত তৃণমূল নেতা তথা বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বেলা দেড়টা নাগাদ তিনি নিজের নাকতলার বাড়িতে ফেরেন। আপাতত কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে চোট পান পার্থ। পরেরদিন চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত পার্থকে বিশ্রাম নিতে হবে। সেই কারণে নতুন বছরের শুরুতেও প্রকাশ্যে দেখা যাবে না পার্থকে।