রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার এক

প্রতীকী চিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেতা নাসিমুল হক ওরফে এবি সোয়েলকে। সোমবার রাতে চাঁচল থানায় স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সোয়েলকে গ্রেপ্তার করে।

রবিবার মালদহের চাঁচল কলেজের সামনে বিজেপি বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিতে আগুন দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই ভুলবশত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লেগে যায়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র বিতর্ক।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সোয়েল ও তার সংগঠনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন মহল। নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে চরমভাবে আক্রমণ করে। বিতর্কের মাঝেই সোমবার অভিযুক্ত সোয়েলকে সংগঠন থেকে বহিষ্কার করে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ভেঙে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।


তৃণমূল ছাত্র পরিষদের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা সর্বদা দেশের মনীষীদের প্রতি শ্রদ্ধাশীল। সংগঠনের আদর্শবিরোধী কোনও আচরণ বরদাস্ত করা হবে না।’ ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে এক্স-এ জানানো হয়েছে, ‘ঘটনার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’