• facebook
  • twitter
Monday, 22 December, 2025

করোনা দু’দিনের স্বস্তির পর ফের বাড়ল রাজ্যে

দু'দিনের সাময়িক স্বস্তি। গত ২৪ ঘন্টাতে ফের বাড়ল করোনা সংক্রমণ। এক রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮১৯ , যা আগের তুলনায় বেশ খানিকটা বেশি।

দু’দিনের সাময়িক স্বস্তি। গত ২৪ ঘন্টাতে ফের বাড়ল করোনা সংক্রমণ। এক রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮১৯ , যা আগের তুলনায় বেশ খানিকটা বেশি। মৃত্যুর সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। একদিনে করোনাতে মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থতার হারও ৯৮.৩০ শতাংশ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের ২৩১ জনই কলকাতার। দৈনিক সংক্রমণের তালিকাতে ফের শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে একদিনে আক্রান্ত ১২৯ জন।

Advertisement

এখানেও আগের দিন সংক্রমণ তুলনায় কম ছিল। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় সংক্রমিত ৮৮ জন। চতুর্থ স্থানে রয়েছে হুগলি। সেখানে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮ জন।

Advertisement

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০৫,৭৯৪। একদিনে এ রাজ্যে করোনাতে মৃত্যু হয়েছে ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে একদিনে করোনার বলি হয়েছে ৫ জন।

এখনও পর্যন্ত এ রাজ্যে মোট করোনাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৩৩ জন। যদিও একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, এ রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৫,৭৮,৪৩৪ জন।

Advertisement