অবাধে বাংলায়ে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরেও নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। সেই কারণে আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। এই কয়েকদিন তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল। সেদিনই ছিল মরসুমের শীতলতম দিন। রবিবার তা সামান্য বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। সোমবার ভোরে কলকাতার তাপমাত্রা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম।
দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। মালদহে ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৭ দিন গোটা বঙ্গের তাপমাত্রার খুব বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। সামান্য কম বেশি হতে পারে দিনের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যে শীতের পথে কোনও বাধা দেখা যাচ্ছে না। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। অর্থাৎ কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে সকালের দিকে যানবাহন ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।