• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

‘চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে’

গত বছর বৃষ্টিতে ভিজতে ভিজতেই নিজেদের বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর একুশে জুলাইয়ের পরিচিত ছবি হল বৃষ্টির মধ্যে ছাতা ধরে দাঁড়িয়ে বহু মানুষ। গত বছর বৃষ্টিতে ভিজতে ভিজতেই নিজেদের বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন এই বৃষ্টি তাঁর কাছে একরকম আশীর্বাদ। তিনি বৃষ্টিকে শহিদদের চোখের জল বলে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জল হল জীবনের আর এক নাম। বৃষ্টি থেকেই ২০২৪-এ সৃষ্টি হবে। নতুন করে সৃষ্টি হবে ইন্ডিয়া।

এই বছর বৃষ্টিভেজা এই চিরাচরিত একুশে জুলাইয়ের ছবি একেবারে অন্যরকম। ঝকঝকে রোদ এবং তার সঙ্গে ভীষণ গরম। এবছর এইরকম আবহাওয়া পরিবর্তনের কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এবছর প্রতিবারের মতন বৃষ্টি হয়নি তার কারণ এবছর চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে। সামনে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রী জোর গলায় দলীয় সমর্থক এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখেন যে, আগামী ভোটে, বিরোধী পার্টিকে বোল্ড করতে হবে এবং তৃণমূলকে ছক্কা মারতে হবে। তিনি আরও বলেন বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপি সন্ত্রাস যতদিন না বন্ধ হবে ততদিন লড়াই চলবে।