• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মৃত্যুঞ্জয়ী কলকাতা 

একদিনের ব্যবধানে ফের কলকাতা মৃত্যুশূন্য। গত ২৪ ঘণ্টায় করােনায় কোনও মৃত্যু হয়নি কলকাতায়।

প্রতীকী ছবি (File Photo: AFP)

একদিনের ব্যবধানে ফের কলকাতা মৃত্যুশূন্য। গত ২৪ ঘণ্টায় করােনায় কোনও মৃত্যু হয়নি কলকাতায়। সােমবার রাজ্য স্বাস্থ্য দফতর যে রিপাের্ট প্রকাশ করেছে, সেই রিপাের্টে দেখা যাচ্ছে এ রাজ্যে করােনায় আক্রান্ত হয়েছে ৬৬৬ জন। রবিবারের তুলনায়, যা অনেকটাই কম। 

শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে করােনায় আক্রান্ত হযেছেন ৯৩ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। দার্জিলিংয়ে করােনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। রাজ্যে মােট করােনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। এর মধ্যে কোভিড জয় করেছেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন।

Advertisement

সােমবার রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। দীর্ঘ চার মাস বাদে শনিবার কলকাতা মৃত্যুহীন ছিল। রবিবার অবশ্য মৃত্যুর গ্রাফ বৃদ্ধি পায়। তবে সােমবার কলকাতা করােনায় মৃত্যুহীন ছিল। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই ৩ জন করে মারা গিয়েছেন।

Advertisement

উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি, হাওড়া, নদিয়া ও হুগলিতে একজন করে মারা গিয়েছেন। করােনায় এখনও পর্যন্ত ১৮ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে এ রাজ্যে।

Advertisement