ভোটের সময় বেশি সংখ্যক ভোটগ্রহণকেন্দ্র তৈরি করার ক্ষেত্রে নতুন ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র তৈরি হতে পারে বহুতলেও। ভোটগ্রহণের পরিমাণ বাড়ানোর জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এবার নির্দেশিকা এসেছে যে, সারা দেশের মত, পশ্চিমবঙ্গেও বহুতল ও গেটেড আবাসন এবং বস্তি এলাকায় তৈরি করা হবে নতুন ভোটকেন্দ্র। কমিশনের নির্দেশ মেনে পুরো কাজ করতে হবে। বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি করতে হবে নতুন ভোটকেন্দ্র।
এদিকে ভোটকেন্দ্র তৈরি করা নিয়ে কমিশনের নতুন চিন্তাভাবনা জানার পরেই তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে বহুতলে ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়ে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি পালটা প্রশ্ন তুলেছে যে বহুতলে ভোটকেন্দ্র হলে তাতে আপত্তির কারণ কী? এর ফলে কী শাসকদলের রিগিং করতে অসুবিধা হবে? ভোটের আবহে এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে যখন বিভিন্নরকম চর্চা চলছে সেই সময় একদম নতুন নির্দেশ এল কমিশনের পক্ষ থেকে।
Advertisement
খবর পাওয়া গিয়েছে, আসন্ন ভোটে বাংলায় ভোটকেন্দ্রের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়বে। বর্তমানে রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা ৮০ হাজারের একটু বেশি। আরও প্রায় ১৪ হাজার বুথ এবার বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হতে পারে ৯৪ হাজারের বেশি।
Advertisement
Advertisement



