রাজ্য পুলিশের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে আইনি জট আরও জটিল হল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ফলে রাজ্যের নতুন ডিজি কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
বর্তমানে রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত বা অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর গ্রহণের কথা রয়েছে। ইতিমধ্যেই তাঁর সরকারি বিদায় সংবর্ধনার দিন স্থির হয়েছে। এই পরিস্থিতিতে ডিজি নিয়োগ প্রক্রিয়া ঘিরে আইনি টানাপোড়েন শুরু হতেই প্রশাসনিক মহলেও আলোচনা চলছে।
গত ২১ জানুয়ারি ক্যাট রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেই নির্দেশে বলা হয়, ২৩ জানুয়ারির মধ্যে প্রস্তাবিত আধিকারিকদের নামের তালিকা ইউপিএসসি-কে পাঠাবে রাজ্য সরকার। একই সঙ্গে ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক করতে হবে। এরপর ২৯ জানুয়ারি, বৃহস্পতিবারের মধ্যে তিন জনের নামের প্যানেল রাজ্যের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে এই সময়সীমা নির্ধারণে আপত্তি জানিয়ে ইউপিএসসি দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে। কমিশনের দাবি, ২০০৬ সালে প্রকাশ সিংহ বনাম কেন্দ্র মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, এই ট্রাইবুনালের নির্দেশ তার পরিপন্থী। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার উদ্দেশ্যেই ওই নির্দেশিকা তৈরি হয়েছিল বলে ইউপিএসসি-র দাবি।
এদিকে ট্রাইবুনালের নির্দেশ মেনে রাজ্য সরকার ৮ জন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা ইউপিএসসি-কে পাঠিয়েছে। সেই তালিকায় রয়েছেন রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্ত। প্রশাসনিক সূত্রের দাবি, বিধি মেনেই এই তালিকা পাঠানো হয়েছে, তবে চূড়ান্তভাবে কাকে ডিজি করা হবে, তা এখনও নিশ্চিত নয়।
রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, মনোজের অবসরের সময়ে যে আট জন রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস ছিলেন, তাঁদের নামই প্রস্তাবিত তালিকায় পাঠিয়েছে রাজ্য। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারও রয়েছে। তাই তাঁর নামও রাজ্যকে পাঠাতে হয়েছে।