এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা ও রিভিশনের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ না দেখানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের হয়েছে। বাংলায় চলা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যেই মঙ্গলবার সকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী। বিচারপতি অনুমতি দিলে মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সামান্য বিষয়েও নাগরিকদের এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে একাধিকবার প্রকাশ্যে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনকে একাধিক চিঠিও পাঠিয়েছে রাজ্য। এসআইআর সংক্রান্ত মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি একাধিক দিকনির্দেশও দেওয়া হয়।
এর মধ্যেই কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটি নতুন মামলা দায়ের করা হল। নতুন মামলায় আবেদনকারীর অভিযোগ, স্পেশাল রিভিশন করার জন্য যে নির্দিষ্ট কারণ দেখানো প্রয়োজন, তা কোথাও স্পষ্ট করা হয়নি। কেন এই এসআইআর প্রক্রিয়া চালু করা হয়েছে, তার কোনও লিখিত ব্যাখ্যা বা নথি প্রকাশ্যে আনা হয়নি বলেও দাবি করেছেন আবেদনকারী। আবেদনে আরও জানানো হয়েছে, তথ্য জানার অধিকার আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনও নথি সরবরাহ করা হয়নি। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান আবেদনকারী। এই মামলায় আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।