বিনা পূর্বাভাসে আচমকা বৃষ্টিতে নাজেহাল কলকাতা

সোমবার সকালের বৃষ্টিতেই কলকাতার কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। তার উপর ‘অশনি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, শহরে জমা জলের সমস্যা ঠেকাতে মেয়র পারিষদদের দায়িত্ব ভাগ করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

বরোভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর।


পাশাপাশি, কলকাতা শহরের ৭৭ টি পাম্পিং স্টেশনকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। কোথাও জল জমলে তা যাতে দ্রুত নামানো যায় সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল জমে গিয়েছে কাকুঁড়গাছি আন্ডারপাসে জল জমেছে পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, মহাত্মা গাঁধী রোডের একাংশে।

এ ছাড়াও দক্ষিণ কলকাতার  ডায়মন্ড হারবার রোডের একাংশেও জল জমেছে। বাঘাযতীন উড়ালপুলের নীচে জল জমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে জল জমে রয়েছে।

এ ছাড়াও সাউথ সিটির বাউন্ড রোড এলাকা সহ লেক গার্ডেন্স এলাকাতেও জল জমেছে। জল জমে থাকার কারণে শহরে যান চলাচলের গতি শ্লথ হয়ে গিয়েছে। তাই কলকাতা পুরসভা