• facebook
  • twitter
Monday, 11 August, 2025

গণধর্ষণে সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃত্যু

বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারে গণধর্ষণে সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশি সুত্রে খবর মৃত আসামির নাম প্রসেনজিৎ কুণ্ডু।

প্রতিকি ছবি (File Photo: IANS)

বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারে গণধর্ষণে সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশি সুত্রে খবর মৃত আসামির নাম প্রসেনজিৎ কুণ্ডু। সুত্রের খবর, ২০১৬ সালের ৭ জানুয়ারি বালুরঘাটের তালতলা এলাকায় একটি গণধর্ষণের ঘটনায় দোষী সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বালুরঘাট সংশােধনাগারে বন্দি ছিলেন প্রসেনজিৎ।

যদিও এদিন মৃত্যুর খবর বালুরঘাট সংশােধনাগারের সুক্ষ থেকে তার। পরিবারকে দেওয়া হয়নি বলে অভিযােগ। মৃত আসামি প্রসেনজিৎ কুণ্ডুর দাদা অভিজিৎ কুণ্ডু বলেন, কী ঘটেছিল, আমরা জানি না, শুনেছি হাসপাতালে নিয়ে এসেছিল, তারপর খবর পেলাম মারা গেছে।

কারা দফতরের এডিজি পীযুষ পাণ্ডে বলেন, সংশােধনাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে আসামির পরিবারকে জানানাের একটি পদ্ধতি রয়েছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।