কন্যা সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা

প্রতীকী ছবি

সাত মাসের কন্যা সন্তানকে খুন করল মা। আলিপুরদুয়ারের দক্ষিণ চেচাখোতা গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। খবর যায় পুলিশের কাছে। এরপর তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের।

শিশুটির মা-কে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে পুলিশের চাপে পড়ে মা শিশুকে খুনের কথা স্বীকার করে নেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতের মাকে গ্রেপ্তার করেছে। বাড়ির পাশের একটি পুকুর থেকে মৃত শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।

আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ চেচাখোতা গ্রামে স্ত্রী, বাবা ও সাত মাসের কন্যা সন্তানকে নিয়ে থাকতেন জয়দীপ ঘোষ। শুক্রবার তাঁর সন্তান নিখোঁজের ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও বাবা। খবর পেয়ে দ্রুত বাড়ি চলে আসেন তিনি। তারপরেই তাঁর স্ত্রী পূজা দে ঘোষ তাঁকে বলেন, তাঁদের ৭ মাসের কন্যাসন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরেই জয়দীপ পুলিশ খবর দেয়।


ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও শ্রীনিবাস এম পি ও অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশ কুকুর নিয়েও শুরু হয় তল্লাশি। দিনভর তল্লাশির পরেও খোঁজ মেলেনা ওই শিশুর। পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়। মায়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে। শেষপর্যন্ত পুলিশের জেরার মুখে পড়ে শিশুকে খুন করার কথা স্বীকার করে নেন ওই মহিলা।

খুন করে শিশুকে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরপরেই পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে, নাকি মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটিয়েছেন তিনি, তার তদন্ত করছে পুলিশ।