এই রাজ্যে এখনও পর্যন্ত ৯০ জনের বেশি চিকিৎসকের প্রাণ কেড়েছে করােনা। এবার আরও এক প্রথম সারির করােনা যােদ্ধারা আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডা. যাদব চট্টোপাধ্যায়।
কলকাতা মেডিকেল কলেজের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস জানান, প্রায় তিন সপ্তাহ আগে যাদব চট্টোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেডিকো সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি।
Advertisement
কিন্তু বিগত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অন্যদিকে তাঁর সুগার, প্রেসার সহ তার কো-মর্বিডিটি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। আজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Advertisement
ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের যুগ্ম সচিব রাজীব পাণ্ডে জানান, এখনও পর্যন্ত রাজ্যের ৯৩ জন চিকিৎসকের প্রাণ কেড়েছে করোনা। তাদের মধ্যে একজন ৩০ অনুৰ্ধ এবং ৩ জন ৪০ অনুর্ধ্ব।
শনিবার টিকাকরণের প্রথম ধাপে প্রথম সারির করোনা যােদ্ধাদের করােনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। রাজ্যে ২০৭ টি কেন্দ্রে দেওয়া হচ্ছে করােনা ভাইরাসের টিকা। সােমবার টিকা পেয়েছেন ১৪ হাজার ১১০ জন করােনা যােদ্ধা।
Advertisement



