• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মোদীর আমেরিকা সফরে কলকাতায় বড় বিনিয়োগের ঘোষণা, উচ্ছ্বসিত মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-আমেরিকা যৌথ উদ্যোগে এই প্ল্যান্ট তৈরী হবে। এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রাজ্যে বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার বাইডেনের সঙ্গে মোদীর বৈঠকে কলকাতায় একটি সেমিকন্ডাক্টর চিপ তৈরির প্ল্যান্ট গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার সেই খবরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দুই দেশের রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান, কলকাতার জন্য ঐতিহাসিক এবং আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের কথা গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন যুক্ররাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে বড় মার্কিন বিনিয়োগের এই দারুণ খবরের নেপথ্যে আমাদের দীর্ঘ এবং কঠিন অনুশীলনের যে অবদান রয়েছে তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো ।’

Advertisement

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে আরও লেখেন, ‘আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেলের নেতৃস্থানীয় আধিকারিকেরা গত বছরের শুরু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেছে। কারণ, বহু চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপ কোভিড মহামারির পর বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছে। গ্লোবাল ফাউন্ড্রিজ, সিনপসিস্, মাইক্রোন, এবং আরও কয়েকটি শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর সংস্থা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তি সংক্রান্ত সিম্পোজিয়ামের আয়োজন করেছে। এই ক্ষেত্রের উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের ইউনিট ও অফিসগুলি পরিদর্শন করেছে। ‘

Advertisement

মমতা লেখেন, ‘এই বছর কলকাতায় অনুষ্ঠিত রাজ্য সরকার পোষিত গ্লোবাল ভিএলএসআই সম্মেলন ২০২৪, সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শীর্ষস্থানীয় সংস্থাগুলির অংশগ্রহণের সাক্ষী। তাই রাজ্যের ক্ষমতার সফল প্রচারের পাশাপাশি ক্রমাগত আলোচনার ফলে গ্লোবাল ফাউন্ড্রিজের সাম্প্রতিক প্রস্তাবমতো কলকাতায় একটি গ্লোবাল কেপেবিলিটি সেন্টার স্থাপনের সম্ভাবনার দিকে অগ্রসর হয়েছে। প্রসঙ্গত, ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’ নিউ ইয়র্কের একটি বহুজাতিক সংস্থার নাম।

মুখ্যমন্ত্রীর বার্তা , ‘আমি এই উদীয়মান বিনিয়োগে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। পশ্চিমবঙ্গ একটি জ্ঞানভিত্তিক শিল্পের গন্তব্য হয়ে উঠুক।’

প্রসঙ্গত দুই দেশের রাষ্ট্রনেতাই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তায় পরবর্তী প্রজন্মের তথ্যপ্রযুক্তি ছাড়াও পরিবেশ বান্ধব বিষয়গুলি প্রয়োগের উপর জোর দেন। কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিজ এই কাজে হাত বাড়াবে। সেখানে গবেষণা ছাড়াও চিপ তৈরি হবে। এখানে বলা প্রয়োজন, সেমিকন্ডাক্টর হল বৈদ্যুতিক যন্ত্রের উপকরণ। এর সাহায্যে যোগাযোগ, কম্পিউটিং, স্বাস্থ্য পরিষেবা, প্রতিরক্ষা ব্যবস্থা, পরিবহণ, পরিবেশ বান্ধব বিদ্যুৎ ছাড়াও বহু কাজে ব্যবহার যোগ্য।

Advertisement