• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা, অভিযুক্ত তিন বৃদ্ধ

লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল নাবালিকা। এই ঘটনায় অভিযোগের তির তিন বৃদ্ধের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি কোচবিহার জেলার।

প্রতীকী ছবি

লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল এক নাবালিকা। এই ঘটনায় অভিযোগের তির তিন বৃদ্ধের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি কোচবিহার জেলার মেখলিগঞ্জের। বিষয়টি প্রকাশ্যে আসতেই মেখলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তিন বৃদ্ধকে আটক করেছে। রবিবার নাবালিকার পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেছে। মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকার বলেন, বিষয়টি জানার পরই আমরা অভিযুক্তদের আটক করেছি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বছর ১৫-র ওই নাবালিকার বাবা-মা চাষবাসের কাজ করতেন। মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন তাঁরা। নাবালিকার বাবা-মা যাঁর বাড়িতে কাজ করতেন, সেই বৃদ্ধই প্রথমে নাবালিকাকে ধর্ষণ করেন। এরপর অন্য দুই বৃদ্ধও ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকী ধর্ষণের কথা কাউকে জানালে নাবালিকার মা-বাবাকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। দিনের পর দিন নাবালিকার উপর নির্যাতন চালায় অভিযুক্ত তিন বৃদ্ধ।

Advertisement

এদিকে ১৫ বছর বয়সি নাবালিকার পেট অস্বাভাবিক ভাবে ফুলতে শুরু করে। বিষয়টি দেখে স্থানীয় মহিলাদের সন্দেহ হয়। এরপর তাঁরাই ওই নাবালিকাকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য নিয়ে যান। তাতেই ধরা পড়ে, ওই নাবালিকা প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা। তখনই জানা যায়, ওই তিন বৃদ্ধ দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করেছে। নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত তিনজন মিলে নাবালিকার বাচ্চা নষ্ট করার চেষ্টা করেন বলেও অভিযোগ।

Advertisement

Advertisement