দমদমে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

প্রতীকী চিত্র

টিউশন থেকে ফেরার পথে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দমদমে। অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৪ বছর। সে সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার টিউশন থেকে বাড়িতে ফেরার পথে এক পরিচিতের সঙ্গে নাবালিকার দেখা হয়। কমলাপুর পার্কে বসে দীর্ঘক্ষণ গল্প করে তারা। পরে নাবালিকার ওই পরিচিতর দুই বন্ধু সেখানে যান।
এরপর নাবালিকাকে জোর করে টোটোতে তুলে দমদম পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তির একটি ঝুপড়িতে নিয়ে যান অভিযুক্ত ৩ জন। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফেরে নির্যাতিতা। তার উপর হওয়া অত্যাচারের কথা পরিবারের লোকজনকে জানালে দমদম থাকায় অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রিকি পাসওয়ান, রাজেশ পার্সোয়ান, সঞ্জয় সাহা। ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ধৃতরা ছাড়াও আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই রবিবার দমদম থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির নেতা–কর্মীরা।
প্রসঙ্গত, গত শুক্রবারই বীরভূম জেলায় কোচিং সেন্টারে ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় জড়িত নির্যাতিতারই সহপাঠীরা। অভিযুক্তরাও নাবালক। খবরটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার দমদমে গণধর্ষণের মতো ঘটনা প্রকাশ্যে আসায় ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।