এসআইআর প্রক্রিয়ায় করণীয় কাজগুলি ধাপে ধাপে বুঝিয়ে দিতেই বুধবার থেকে মাইক্রো অবজার্ভারদের বিশেষ প্রশিক্ষণ শুরু হল। খসড়া ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তরফে মোট ৪৬০০ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
বুধবার কলকাতার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল, স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত সহ কমিশনের একাধিক শীর্ষ আধিকারিক।
দু’টি পর্বে হয়েছে এই ট্রেনিং। প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। দ্বিতীয় পর্ব হয় দুপুর আড়াইটে নাগাদ, যা চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রায় ৩৬০০ জন মাইক্রো অবজার্ভারকে সক্রিয়ভাবে মাঠে রাখা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও প্রায় ১০০০ জন অবজার্ভার রিজার্ভ হিসেবে থাকবেন। সব মিলিয়ে মোট ৪৬০০ জন মাইক্রো অবজার্ভার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন।
মেট্রো রেল, দক্ষিণ-পূর্ব রেল, জীবনবিমা নিগম, কোল ইন্ডিয়া, ডিভিসি, শুল্ক দপ্তর-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে এই আধিকারিকদের নেওয়া হয়েছে। ভোটার তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত রাখতে প্রতিটি ধাপে নজরদারির দায়িত্ব থাকবে তাঁদের উপর।
বিএলও-দের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্মের সঙ্গে জমা পড়া সমস্ত নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভাররা। পাশাপাশি নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া কিংবা নাম সংশোধনের জন্য জমা পড়া বিভিন্ন ফর্মের নথিও পরীক্ষা করবেন তাঁরা।
শুধু তাই নয়, হিয়ারিং প্রক্রিয়াতেও উপস্থিত থাকতে হবে মাইক্রো অবজার্ভারদের। হিয়ারিং সঠিকভাবে হচ্ছে কি না, নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, সেই বিষয়গুলির উপরও নজর রাখবেন তাঁরা। কমিশনের আশা, এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে।