বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের সুবিধা

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুজোর আগেই কলকাতা মেট্রো তাদের নিত্যযাত্রীদের নতুন উপহার দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, মেট্রোর স্মার্ট কার্ডের সুবিধা আরও বাড়ানো হয়েছে। এখন এই কার্ডের বৈধতা থাকবে ১০ বছর। তার উপর বাড়তি পাওনার মতো স্মার্ট কার্ডের দামও কমবে। ২৫ সেপ্টেম্বর থেকেই এই সুবিধা উপলব্ধ হবে।

সম্প্রতি মেট্রোর একাধিক জটিলতা দেখা গেলেও কলকাতা মেট্রো শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের পরিবহনের অন্যতম ভরসাযোগ্য মাধ্যম। জানা গিয়েছে গত কয়েক মাসে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। অর্থাৎ মানুষ মেট্রোর উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। স্মার্ট কার্ডের নতুন এই সুবিধা চালু হলে যাত্রীররা আরও বেশি স্মার্ট কার্ড নেবে বলে মনে করা হচ্ছে। বুকিং কাউন্টার এবং এএসসিআরএম মেশিন এই দুই জায়গা থেকে যাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন। এই কার্ডের ব্যবহার বাড়লে মেট্রো চত্বরে ভিড় কিছুটা কমবে।

নতুন স্মার্ট কার্ডে বেশ কিছু বদল এসেছে। এই স্মার্ট কার্ডের ন্যূনতম ইস্যু প্রাইস কমে হয়েছে ১০০ টাকা যার মধ্যে সিকিউরিটি ডিপোজিট ৫০ টাকা, রাইড ভ্যালু ৫২ টাকা এবং বোনাস ২ টাকা। এর আগে রিফান্ডযোগ্য সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা ছিল। বর্তমানে হয়েছে ৫০ টাকা। কার্ডের বৈধতা ১ বছর থেকে বেড়ে হয়েছে ১০ বছর। বৈধ কার্ডগুলির মেয়াদ রিচার্জের সময়ও ১০ বছর বাড়ানো হয়েছে। নতুন কার্ডগুলি দিয়ে প্রথম মেট্রো গেট ব্যবহার করার সময় থেকে কার্ডের বৈধতার দিন হিসেবে হবে। এছাড়াও থাকছে আগের মতো ৫ % বোনাসের সুবিধা।