আজ থেকে মেট্রোরেল, তবে …

মেট্রো রেল (File Photo)

শনিবার সকাল থেকে চলতে করবে মেট্রোরেল। প্রথমে খুব কম সংখ্যায় চালান হবে মেট্রো। রেলমন্ত্রক সূত্রের খবর সকালে পাঁচ জোড়া। অর্থাৎ দশটি এবং বিকেলে আরও পাঁচ জোড়া অর্থাৎ আরও দশটি ট্রেন চালানাে হবে।

বর্তমান পরিস্থিতিতে কোভিড বিধি মেনে সারাদিনে মােট কুড়িটি ট্রেন চালানাে হবে। প্রতিদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ট্রেন। সকাল নটা থেকে শুরু করে এগারােটা পর্যন্ত প্রতি আধ ঘন্টা অন্তর দু প্রান্তের দুটি স্টেশন থেকে ট্রেন ছাড়বে।

আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ টা পর্যন্ত একই ভাবে আধ ঘন্টা অন্তর ট্রেন চলবে। মেট্রো রেল সূত্রের খবর সাধারণ যাত্রীদের জন্য এই মেট্রো দরজা এখনই খুলছে না।


কেবলমাত্র মেট্রো রেলের কর্মচারী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বর্তমানে মেট্রো পরিষেবা পাবে। তবে বর্তমানে তাদের পরিচয়পত্র দেখিয়ে ও মেট্রোর স্মার্টকার্ড সঙ্গে নিয়ে মেট্রো যাত্রা করতে হবে।