কলকাতায় ফের পারদ পতন, দক্ষিণের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা

ফাইল চিত্র

কলকাতায় ফের একবার তাপমাত্রার পারদ নামল। ডিসেম্বরের শেষ দিকে যে তীব্র শীত শহরবাসীকে কাঁপিয়ে দিয়েছিল, তার হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। তবে পারদ পতন চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে শীতের দাপট একই রকম থাকবে, তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৫ ডিগ্রি কম। দমদমে পারদ আরও খানিকটা নীচে নেমে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। তার আগের দিন, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শুধু রাতের তাপমাত্রাই নয়, দিনের বেলাতেও শীতের প্রভাব স্পষ্ট। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারেনি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত তুলনামূলকভাবে কিছুটা কম। রবিবার কোনও জেলার তাপমাত্রাই ৯ ডিগ্রির নীচে নামেনি। তবে বাঁকুড়া ও বিষ্ণুপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমের শ্রীনিকেতনে পারদ নেমেছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াসে।


উত্তরবঙ্গে অবশ্য শীতের প্রকোপ বেশি। দার্জিলিঙে গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির ঘরে থাকলেও রবিবার তা কিছুটা বেড়ে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকলেও তার পরের চার দিনে রাতের পারদ ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজোর সময় নাগাদ শীতের দাপট অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস।

এদিকে, রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহারেও কুয়াশা ঘন হতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত, ফলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।