• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

উচ্চ মাধ্যমিকে অনলাইনে আপলোড হবে নম্বর, ২০ দিন সময় কমবে ফলপ্রকাশে

কলকাতা, ১৮ জানুয়ারি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর এবার অনলাইনে আপলোড করবেন পরীক্ষকরা। ফলে পরীক্ষার ফল প্রকাশে প্রায় ২০ দিন সময় কম লাগবে। এগিয়ে আসবে ফল প্রকাশের দিন। তেমনই আভাস দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত ক্রমশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে সরকারি কাজে। যার ফলে শিক্ষব্যবস্থায়ও আসছে পরিবর্তন। সেখানেও সমানতালে নতুন নতুন প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থা

কলকাতা, ১৮ জানুয়ারি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর এবার অনলাইনে আপলোড করবেন পরীক্ষকরা। ফলে পরীক্ষার ফল প্রকাশে প্রায় ২০ দিন সময় কম লাগবে। এগিয়ে আসবে ফল প্রকাশের দিন। তেমনই আভাস দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রসঙ্গত ক্রমশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে সরকারি কাজে। যার ফলে শিক্ষব্যবস্থায়ও আসছে পরিবর্তন। সেখানেও সমানতালে নতুন নতুন প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্রমশ আধুনিক হচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার সেই পরীক্ষাব্যবস্থায়ও নতুন সংযোজন। পরীক্ষকরা খাতা দেখার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আর পর্ষদে জমা দিতে হবে না। অনলাইনেই নম্বর জমা করতে পারবেন পরীক্ষকরা। সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালেই এই নম্বর জমা করতে পারবেন তাঁরা। সেখানে ভুলভ্রান্তি থাকলে সংশোধনও করা যাবে। ফলে পরীক্ষা শেষ থেকে পরীক্ষার ফল বেরনোর সময়সীমার মধ্যে দূরত্ব কমছে। অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে ২০ দিন সময় কম লাগবে। ফলে আরও দ্রুত ফল প্রকাশ করতে পারবে পর্ষদ।

আগে মার্কস ফয়েলের হার্ড কপির মাধ্যমে পরীক্ষকরা নম্বর জমা করতেন প্রধান পরীক্ষকদের কাছে। প্রধান পরীক্ষক সেই নম্বর সংসদে জমা করতেন। তারপর তা সার্ভারে তোলা হতো। এজন্য এতদিন অপটিক্যাল ক্যারেক্টর রিডার ব্যবহার করা হতো। সেই যুগের অবসান হতে চলেছে। সময়সাপেক্ষ এই দীর্ঘ পদ্ধতির পরিবর্তন ঘটতে চলেছে। এবার ওলাইন পদ্ধতির প্রয়োগ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে।