• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসআইআর আবহে মন্ত্রীসভার বৈঠকে অনুপস্থিত অনেক মন্ত্রী

শিল্পের জন্য ঝাড়গ্রামে দুই সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন প্রক্রিয়ার কাজ। আজ থেকেই বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার তথা বিএলও–রা। এই কারণে আগে থেকেই রাজ্যের সব মন্ত্রীদের নিজেদের এলাকায় এলাকায় নজর রাখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সোমবার নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে অনেক মন্ত্রীই অনুপস্থিত ছিলেন। অনেকে অনুপস্থিত থাকায় নিয়মমাফিক ‘কোরাম’ করে বৈঠকের আয়োজন করা হয়।
এদিন মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রা টেক কোম্পানি নামের দুই সংস্থাকে ঝাড়গ্রামে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। পাশাপাশি জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরি করতে ১০৮টি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, এনুমারেশন প্রক্রিয়ার কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখতে নিজেদের এলাকায় নজর রাখতে হবে। পাশাপাশি জেলা তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে এনুমারেশন প্রক্রিয়া শুরু হওয়ায় সোমবার নবান্নে আয়োজিত মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত থাকতে পারেননি অনেক মন্ত্রীই। ১৫–১৬ জন মন্ত্রীকে নিয়েই এদিনের বৈঠক হয়েছে। যদিও এই বৈঠকে অপেক্ষাকৃত দূরবর্তী জেলার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন। অনুপস্থিত মন্ত্রীদের উদ্দেশে মমতা জানান, যাঁরা আসেননি তাঁরা ঠিকই করেছেন। এসআইআর–এর দিকে নজর রাখা জরুরি। উপস্থিত মন্ত্রীরাও যেন এসআইআর–এর দিকে নজর রাখেন সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রীসভার বৈঠকে দুই সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রা টেক কোম্পানি নামে দুটি সংস্থা রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সব গাইডলাইন মেনে আবেদন করেছে তারা। সেই কারণে ঝাড়গ্রামে তাদের জমি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ঝাড়গ্রামে ১৪৯.৬৪ একর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে। জানা গিয়েছে, জেলার সুখনিবাস ও খাগড়াশোল মৌজায় ওই জমি রয়েছে। সেটিই দুই সংস্থাকে দেওয়া হচ্ছে। সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রীরা। রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এর ফলে ঝাড়গ্রাম অঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
মন্ত্রীসভার বৈঠকে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার বার্তা দিয়েছে নবান্ন।  রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট চালু হবে। প্রত্যেকটি তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা সদর কার্যালয়ে এই ইউনিট তৈরি হবে। এই ইউনিট তৈরির জন্য ১০৮ টি শূন্যপদ পদ তৈরির সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের সুবেদার পদকে সাব-ইন্সপেক্টর পদে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।
মোট ১৫০ টি সুবেদার পদকে কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশের সাব-ইন্সপেক্টর পদে রূপান্তর করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। ফিল্ম ফেস্টিভ্যালের আগে ডিজিটাল স্ক্রিনিংয়ের জন্য রাজ্য দ্য ওয়েস্ট বেঙ্গল সিনেমা’স রেগুলেশন অফ পাবলিক এক্সিবিশন রুলস ১৯৫৬ আইন সংশোধন করে রাজ্য। সোমবারের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এবার থেকে ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে এবার ডিজিটাল স্ক্রিনিং হবে।
‘বন্দে মাতরম্‌’ রচনার ১৫০ বছর পূর্তির দিন রাজ্যজুড়ে উদযাপনের সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি সেলিব্রেশন কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।

Advertisement

Advertisement