দুয়ারে সরকার কর্মসূচির কাজকর্ম খতিয়ে দেখলেন মানস ভুঁইয়া

ভেমুয়া অঞ্চলে ও ১১ নম্বর মােহাড় অঞ্চলে গিয়ে দুয়ারে সরকার কর্মসুচির কাজ কর্ম ক্ষতিয়ে দেখলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া।

Written by SNS West Medinipur | December 10, 2020 3:03 am

মানস ভুঁইয়া (ছবি: IANS)

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলে ও ১১ নম্বর মােহাড় অঞ্চলে গিয়ে দুয়ারে সরকার কর্মসুচির কাজ কর্ম ক্ষতিয়ে দেখলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ও সবং এর বিধায়ক গীতা রানী ভুঁইয়া। ওই দুটি অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে স্থানীয় ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সাংসদ মানস ভুঁইয়া ওই দুটি শিবিরে আসা মানুষদের সাথে কথা বলেন। তিনি ওই দুটি শিবিরে আসা মানুষদের বলেন যারা শিবিরে এসে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছেন তাদের সকলেই স্বাস্থ্য সাথীর কার্ড পাবেন। তিনি ওই দুটি অঞ্চলের সর্বস্তরের মানুষকে দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে আসার আবেদন জানান।

সাংসদ মানস ভুঁইয়া বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতরের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন