বিজেপি নেতাকে মমতার ফোন!

প্রথম দফার বাংলায় ভােটগ্রহণ চলছে, তখনই রাজ্য রাজনীতি তােলপাড় একটি অডিয়াে টেপ ঘিরে। যদিও অডিয়াে টেপের সত্যতা যাচাই করা হয়নি।

Written by SNS Kolkata | March 28, 2021 4:58 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

প্রথম দফার বাংলায় ভােটগ্রহণ চলছে, তখনই রাজ্য রাজনীতি তােলপাড় একটি অডিয়াে টেপ ঘিরে। যদিও অডিয়াে টেপের সত্যতা যাচাই করা হয়নি।

রাজ্য বিজেপি-র দাবি, ফোনের একপ্রান্তে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য প্রান্তে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল।

অডিয়ােতে শােনা যাচ্ছে, এক মহিলাকণ্ঠ (যা মমতার বলে দাবি করা হচ্ছে ) প্রলয়কে আবেদন করা হচ্ছে। আবেদনকারিণীকে প্রলয় বলছেন, দলের বিরুদ্ধে গিয়ে তিনি তৃণমূলকে সমর্থন করবেন না।

ওই মহিলাকণ্ঠ তাঁকে সাহায্য করার অনুরােধ জানিয়েছেন, তাতে এমন একটা ধারণা তৈরি হওয়ার অবকাশ রয়েছে যে, খানিকটা বিপাকে পড়েই ওই ফোন করা হয়েছে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে ভােট আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার। তার আগে শনিবারেই ওই ফোন কথােপকথন হয়েছে বলে দাবি।