নন্দীগ্রামের ঘটনায় সরতে হল মমতার ওএসডি’কে 

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: Twitter | @abhishekaitc)

নন্দীগ্রামের বিরুলিয়ায় ভােট প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক অশােক চক্রবর্তীকে। তিনি এতদিন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে কর্তব্যরত ছিলেন। 

শুক্রবার এক বিবৃতিতে কমিশনের তরফে এ খবর জানানাে হয়েছে। উল্লেখ্য, ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট পান তিনি। অসুস্থ অবস্থায় রাতেই কলকাতায় ফিরে এসএসকেএমে ভর্তি হন তিনি। 

এই ঘটনায় রাজ্য রাজনীতি বিতর্ক শুরু হয়। একে একে কমিশন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিধু গােয়েল, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়কে সরিয়ে দেয়। তারপর ফের আরও এক আধিকারিককে এদিন সরিয়ে দিল কমিশন।