মমতার শপথের পর অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, পাল্টা তৃণমূলও

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। (File Photo: IANS)

রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক কোনও দিনও সুমধুর ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার শপথ নেওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড় ফের সেই আবহ তৈরি করলেন। ভােট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল। ধনকড়ের এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে তৃণমূলও। 

এদিন রাজ্যপাল বলেন, ভারত ও বাংলা এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে লাগাতার ভােট পরবর্তী হিংসা চলছে। এরপরেই কটাক্ষের সুরে রাজ্যপাল বলেন, ‘আশা করি নতুন সরকার দুই জরুরি পরিস্থিতি কড়া হাতে মােকাবিলা করবে।’ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর রাজ্যকে বিধে রাজ্যপালের এই মন্তব্যের বিরুদ্ধে সােচ্চার হয়েছেন তৃণমূলের অন্যতম প্রবীণ শীর্ষ নেতা সুব্রত মুখােপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 


পার্থবাবু এদিন বলেন, সৌজন্য বিরােধী আচরণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ ধরনের পরম্পরা সমানে চালিয়ে আসছেন যে দিন থেকে উনি দায়িত্ব পেয়েছেন। সুব্রতবাবুর মতে ‘আজকে নতুন সরকার তৈরির দিনে এহেন আচরণ কাঙ্খিত ছিল না। এর চেয়ে আর খারাপ কি হতে পারে?’