নতুন পালক জুড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। জ্যোতি বসুর পরে তিনিই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি ছাপিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের রেকর্ড। সোমবারই এই মাইলফলক ছুঁয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা পরবর্তী যুগে ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়। সেই হিসেবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ১৪ বছর ১৫৯ দিন। সোমবার সেই রেকর্ড পার করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করেন তিনি। জ্যোতি বসুর পরে রাজ্যের সবথেকে বেশি দিনের জন্য মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতাই।