৫ জানুয়ারি সাগরে যাচ্ছেন মমতা, প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ জানুয়ারি সাগরে  যাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক প্রস্তুতি মু্খ্যমন্ত্রী স্বয়ং খতিয়ে দেখবেন। ফুটবল তারকা মেসির অনুষ্ঠান ঘিরে যে  বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করতে চাইছে সরকার

১৫ ডিসেম্বর নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক  গঙ্গাসাগর মেলায় সব রকম ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভিআইপি সংস্কৃতি’ থাবা না বসাতে পারে, সেই বিষয়ে আগাম সচেতনতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরিদর্শন শেষে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ বছর গঙ্গাসাগর মেলায় কোনও ভাবেই ‘ভিআইপি সংস্কৃতি’ চলবে না, নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


সেই নির্দেশ কার্যকর হচ্ছে কি না এবং মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে দেখতে নিজেই সাগরদ্বীপে যাচ্ছেন তিনি। প্রশাসনের তরফে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে।