সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা

এক মাসের ব্যবধানে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিতে পারেন। প্রশাসনিক সূত্রে এই খবর জানা গিয়েছে।  শিলিগুড়িতে পৌঁছে জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর। এই বৈঠকটি শিলিগুড়ির অন্যতম প্রশাসনিক ভবন উত্তরকন্যায় আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যেই নবান্নের তরফে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসককে সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশিকা পাঠানো হয়েছে।
দুর্গাপুজোর পরে ঝড়–বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দার্জিলিং জেলা, বিশেষ করে মিরিক অঞ্চল। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকে। এই বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী দুই বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। দুই বারই এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন বন্যা বিপর্যস্ত এলাকাগুলি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের কাজও তদারকি করেন তিনি। বিপর্যয়ের পর দ্বিতীয় বার উত্তরবঙ্গ সফরে গিয়ে মৃতদের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা।
প্রশাসন সূত্রে খবর, এবারের উত্তরবঙ্গ সফরে বৃষ্টি–ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই ঘোষণা করেছিলেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই সাহায্য প্রদানের জন্যই সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা। পাশাপাশি বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষরা কেমন আছেন তা–ও খতিয়ে দেখবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিপর্যয়ের পর বর্তমানে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গ।
পরিবর্তন হয়েছে আবহাওয়ার। জল আগেই নেমে গিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকা এখনও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। বাড়ি ঘর হারিয়ে এখনও অনেকে কমিউনিটি কিচেনে খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। বাড়ি ঘরের সঙ্গে ভেসে গিয়েছে সব নথিপত্রও। এর জেরে আতঙ্কে রয়েছেন পাহাড়বাসী। এই আবহে দুর্গতদের খোঁজ নিতে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা।