• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

৩ বার দল বদল করেছেন, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ফাইল চিত্র

শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি হতে চাইছেন, সেই কারণে বিভিন্ন অনৈতিক কাজ করছেন। বুধবার বিধানসভায় এ ভাবেই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ‘সভাপতি হওয়ার জন্যই এ সব করছেন? সভাপতি কি লড়াই করে হতে হয়? যে যোগ্য সে-ই পাবে সভাপতির পদ।’ পাশাপাশি মমতার কটাক্ষ, তিনবার দল পাল্টেছেন তিনি। এবার তাঁর গায়ের কালো জামাটা না লাল জামায় পরিণত হয়!

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সময় শুভেন্দু জানিয়েছিলেন, এরপর থেকে যেদিনই মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন সেই দিনই বিক্ষোভ দেখানো হবে। সেই মতো বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রবেশ করলে কালো জামা পড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। পাশাপাশি বিধানসভা থেকে নন্দীগ্রামের বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদও জানানো হয়। বিধানসভায় বক্তব্য রাখার সময় এই কালো জামা নিয়েই কটাক্ষ করেছেন মমতা।

তবে শুভেন্দুর নাম উল্লেখ করেননি তিনি। মুখ্যমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের নামে যা বলা হয়েছে তা কোনওমতেই কাম্য নয়।‌ শুভেন্দুর মন্তব্যকে ধিক্কারও জানান তিনি। মমতার কথায়, ‘পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য তৃণমূলে এসেছিলেন। তারপর এখন বিজেপিতে গিয়েছেন।‌’ বিধানসভার বাইরে কালো জামা পড়ে বিক্ষোভ প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘এই  জামাটা আবার যেন লাল জামায় না পরিণত হয়।’

উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু।