আগামী সপ্তাহে দুই উপনির্বাচন কেন্দ্রে প্রচারে যেতে পারেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. (Photo: IANS)

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপলক্ষে জোরকদমে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল।

সূত্রের খবর, আগামী সপ্তাহে ৬-৭ এপ্রিল নাগাদ এই দুই নির্বাচনী কেন্দ্রে তারকা প্রার্থীদের হয়ে প্রচারে সাংসদ পদে জেতার পরেও ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা আসনটি শূন্য হওয়ার পরে সেখানেই বাবুল সুপ্রিয়কে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। সেখানেই বাবুলের হয়ে প্রচারে যাচ্ছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।


এরপর শেষ লগ্নের প্রচারে কেন্দ্রে আসানসোল লোকসভা তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হার হয়ে প্রচারে যাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দলনেত্রী নিজেও আসানসোলে প্রার্থীর হয়ে প্রচারে যেতে মনস্থ করেছেন।