সোমবার বিধানসভার বাদল অধিবেশনে মমতা

আগামী সোমবার বিধানসভার বাদল অধিবেশনে যোগ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিধানসভাতেই তিনি সারবেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকও।

আগামী সোমবার দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিলটি পেশ করা হবে বিধানসভায়। গত ১০ জুন থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন।

তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে অংশ নিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যে পাঁচটি বিল পাশ করা হয়েছে।


এর মধ্যে তিনটি বিলই বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পরিবর্তে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য, যা পাশ হয়ে গিয়েছে অধিবেশনে।

নবান্ন সূত্রে খবর, আগামী ২০ জুন, সোমবার সারা দিন বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী। অংশ নেবেন বিধানসভা অধিবেশনে।

এদিন মন্ত্রিসভার বৈঠকেও নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তাই আগামী সব মন্ত্রী ও বিধায়কদের পূর্ণ সময়ের জন্য বিধানসভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা। সেইসঙ্গে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থেকে তিনি বিধায়কদের কাজকর্ম সম্বন্ধে আন্দাজ করবেন সরজমিনে।

এর আগেও মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থেকে বিভিন্ন দফতরের বিষয় নিয়ে মন্ত্রী ও বিধায়করা কতটা ওয়াক্ৰিহাল তা নিয়ে নজরদারি করেছিলেন।