সিঙ্গুরে সভার পর দিল্লি যেতে পারেন মমতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংসদে বাজেট অধিবেশন শুরুর দিনই অর্থাৎ আজ বুধবার দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির সিঙ্গুরের জনসভা করেই দিল্লি যাওয়ার সম্ভাবনা তাঁর। রাজধানীতে তৃণমূলনেত্রীর কী কী কর্মসূচি রয়েছে, তা এখনও পুরোপুরি জানা যায়নি।

তৃণমূল সূত্রের খবর, রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় মারা গিয়েছেন, এমন কয়েকজনের পরিজনও দিল্লি যাচ্ছেন। ফলে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলায় যাঁরা অসুস্থ হয়ে মারা গিয়েছেন বা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তেমন কয়েকজন নাগরিকের পরিবারকে নিয়ে দিল্লিতে মমতার নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচির সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর পরই  এ বার সিঙ্গুরে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুর ১টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। ওই মঞ্চ থেকে একাধিক শিলান্যাসের পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেবেন বলে খবর।