• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিঘায় রথযাত্রার সূচনা করবেন মমতা

সদ্য দ্বারোদ্ঘাটন হওয়া দিঘার জগন্নাথ মন্দিরের রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল চিত্র

সদ্য দ্বারোদ্ঘাটন হওয়া দিঘার জগন্নাথ মন্দিরের রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোনার ঝাঁটা দিয়ে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন তিনি। নিজস্ব তহবিলের টাকায় তৈরি এই সোনার ঝাঁটাটি মন্দিরের দ্বারোদ্ঘাটনের সময় ইসকন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই।

দিঘায় ‘জগন্নাথধাম’–এর দ্বারোদ্ঘাটনের পর প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই রথযাত্রাকে কেন্দ্র করে সমুদ্র সৈকতে বিপুল জনসমাগম হবে বলে মনে করছে প্রশাসন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অন্য মাত্রা পাবে দিঘা। বর্তমানে শুধুমাত্র পর্যটনক্ষেত্র হিসেবেই নয়, ‘জগন্নাথধাম’ হিসেবেও পরিচিতি পেয়েছে দিঘা। উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের ভিড়ে ঠাসা মন্দির ও মন্দির চত্বর। সপ্তাহের প্রত্যেক দিন একই ছবি ধরা পড়ে দিঘায়। বিশেষ করে শনি ও রবিবার। মন্দির নিয়ে মানুষের উৎসাহ দেখে প্রশাসনের ধারণা, রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে দিঘায়। তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ প্রস্তুত করে রাখা হয়েছে মন্দির চত্বরে। পুরীর মতোই দিঘাতেও পৃথক তিনটি রথে চেপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যাবেন। জানা গিয়েছে, ওল্ড দিঘায় থানার কাছে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসেবে তৈরি করা হয়েছে। দ্রুত গতিতে সেই মন্দির সংস্কারের কাজ চলছে। আগামী ২৭ জুন রথযাত্রা পালিত হবে।
এরপর পাঁচের পৃষ্ঠায়

Advertisement

Advertisement